দর্শক জরিপে টাইগারদের সেরা একাদশে নাসির-আল আমিন
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে অবিশ্বাস্য হারের পর দলের একাদশ নিয়ে প্রশ্ন উঠেছে। মিডল অর্ডার ও শেষ দিকের ব্যাটসম্যানরা চাপ নিতে না পারায় বেশি করে আলোচনায় আসে মূল একাদশ।
এ নিয়ে চ্যালেন আই অনলাইনের ফেসবুক পেজে পাঠক ও দর্শকদের জন্য প্রশ্ন রাখা হয়েছিল ‘বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তনের ইঙ্গিত আছে। আপনি নির্বাচক হলে সেরা একাদশে কাদেরকে বেছে নিতেন?' জবাবে বহু পাঠক ও দর্শক তাদের সেরা একাদশের ব্যাপারে মত দিয়েছেন।
কামাল হোসেন নামের একজন তার সেরা একাদশে রেখেছেন, আমার সেরা একাদশ তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক সৈকত, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা, তাসকিন আহমেদ ও শফিউল বা আলামিন।
তিনি আরেকটু যোগ করে বলেন, একজন পেসার কমিয়ে আরেকজন স্পিনার নেয়া যেতে পারে। আর তাসকিনকে প্রথমেই বোলিং দিতে হবে।
ফকরুল ইসলাম কিরন কোনো বিকল্প রাখেননি। তিনি সেরা ১১জনের নাম দিয়েছেন। তার দলে রয়েছেন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক সৈকত, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা, তাসকিন আহমেদ ও আলামিন।
আবিদ ইব্রাহীম তার সেরা একাদশে জায়গা দিয়েছেন আনামুল হক বিজয় ও শুভাগত হোমকে। তার একাদশ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা, আলামিন, আনামুল হক বিজয় ও শুভাগত হোম।
এছাড়া তিনি আরাফাত সানি, সাকলাইন সজীব ও মোশাররফ রুবেলের মধ্য থেকে যেকোনো একজনকে নেয়ার কথা বলেছেন।
নূর মোহাম্মদ বলেন, সফিউল ও মোশারফ রুবেলের জায়গায় নাসির ও রুবেল হোসেনকে নেওয়া উচিত। কেন না, রুবেলের বিধ্বংসী বল করে বিশ্বকাপ থেকে ইংল্যান্ডেকে পরাজিত করতে সক্ষম হয়। সুতরাং বার বার ভুল করার চেষ্টা করাই ভাল।
নাঈম হাসানের সেরা একাদশে আবার নাম আছে তাইজুল ইসলামের। তিনি সেরা একাদশ সাজিয়েছেন এভাবে-তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা, শফিউল ও তাসকিন আহমেদ/আলামিন।
এরকম আরো বহু পাঠক ও দর্শক তাদের সেরা একাদশের ব্যাপারে মত দিয়েছেন।
Post a Comment