Header Ads

দুই হাতে বোলিং করা ইয়াসির জান অাসছেন

003

ক্রিকেট জগতে বিস্ময়ের যেনো শেষ নেই। পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরামকে বলা হয় ‘সুলতান অফ সুইং’ আর সাউথ আফ্রিকান পেসার ডেল স্টেইনকে ডাকা হয় ‘স্টেইনগান’ নামে। একজনের অস্ত্র সুইং অন্যজনের গতি। একারণেই তাদের এমন ডাকনাম।
ভাবুনতো, এই দু’জন বোলার যদি একসঙ্গে একটা ওভার বল করেন ! অর্থাৎ এক বলে বাঁ-হাতি ওয়াসিম আকরাম, ঠিক পরের বলেই ডান হাতি স্টেইন। ব্যাটসম্যানের অবস্থাটা কি হবে? উইকেট বাঁচাতে রীতিমতো নাভিশ্বাস হওয়ারই কথা ব্যাটসম্যানদের।
এবার আসি আসল কথায়, যেমন চিন্তুা ঠিক তেমনই আবিস্কার। সমান গতি আর সুইং মিশিয়ে দুই হাতেই বল করতে পারেন এমন ক্রিকেটারও চলে এসেছেন জগতে। বিস্ময়কর হলেও সত্যি পাকিস্তানি এ পেস বোলারের নাম ইয়াসির জান।
২১ বছর বয়সী এই বোলারকে নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বে। বাঁহাতে যখন ইয়াসির জান বল নিয়ে দৌড়ান মনে হয় ওই বুঝি ছুটে আসছেন সেই ওয়াসিম আকরাম। ঠিক পরের বলেই ডানহাতি জানকে দেখতে অবিকল ডেল স্টেইন।
লাহোর ক্রিকেট একাডেমীর ক্রিকেটার ইয়াসির জান প্রথম সুযোগ পান রাওয়ালপিন্ডি অনূর্ধ্ব-১৬ দলে। বিস্ময়কর এ বোলার বাঁহাতে ঘন্টায় ১৪৫ কিলোমিটার এবং ডান হাতে ১৩৫ কিলোমটিার গতিতে বল করতে পারেন।
ইতিমধ্যে পাকিস্তান সুপারলিগ পিএসএলে লাহোর কালান্দার্স আগামী ১০ মৌসুমের জন্য চুক্তি করে নিয়েছে ইয়াসির জানের সঙ্গে। তবে সবকিছু পেছনে রেখে বিস্ময় বোলার ইয়াসির জানের আসল স্বপ্ন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে নাম লেখানো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.