Header Ads

বাংলাদেশের কাছ থেকে এতটা আশা করেননি স্টোকস

বাংলাদেশের কাছ থেকে এতটা আশা করেননি স্টোকস
ইংল্যান্ডের মত শক্তিশালী টেস্ট দলের বিপক্ষে ম্যাচকে পঞ্চম দিন পর্যন্ত টেনে নিয়েছে বাংলাদেশ। দারুণ লড়াই করে শেষ পর্যন্ত ২২ রানে হার মানে টাইগাররা। তবে এ টেস্টের প্রথম দুই দিন একচ্ছত্র আধিপত্য ছিলো বাংলাদেশেরই। অথচ বাংলাদেশ তাদের বিপক্ষে এমন লড়াই করবে ভাবেননি ইংলিশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। খুব সহজেই জয় পাবেন ভেবে নিয়েছিলেন এ অলরাউন্ডার।

বাংলাদেশের লড়াইয়ে অবাক স্টোকস চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি সত্যি ভেবেছিলাম ২৮০ (আসলে ২৮৬) রান আমাদের জন্য অনেক। আমি কখনোই ভাবিনি এ ম্যাচ এতো ক্লোজ হবে। তারা যেভাবে স্পিন খেলেছে, তা খুবই অভূতপূর্ব।’

চতুর্থ ইনিংসে বাংলাদেশকে ২৮৬ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। লক্ষ্যটা খুব বড় না হলেও বাংলাদেশের টার্নিং স্লো উইকেটে এ লক্ষ্যই ছিল বিশাল। স্বাভাবিকভাবে এমনটাই ভেবেছিলেন বেন স্টোকসও। তবে তা উল্টো স্বাগতিক দলের ব্যাটসম্যানদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে।

এমন লড়াই করার পর বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুলেননি স্টোকস। নিজেদের কন্ডিশনে অভ্যস্ত থাকায় স্বাগতিকরা এমনটা খেলতে পেরেছে বলে মনে করেন তিনি, ‘বাংলাদেশ তাদের কন্ডিশনে নিয়মিত হওয়ায় স্পিন বল দারুণ মোকাবেলা করেছে। অবশ্যই তাদের কৃতিত্ব দিতে হয়, যেভাবে তারা চতুর্থ ইনিংসে ব্যাটিং করেছে।’

উল্লেখ্য, ৩৩ রানের লক্ষ্য নিয়ে সোমবার সকালে মাঠে নেমেছিলেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান সাব্বিরর রহমান এবং তাইজুল ইসলাম। তবে বেন স্টোকসের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০ রান যোগ করেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শেষ দু’টি উইকেটই তুলে নেন স্টোকসই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.