Header Ads

খেলা শেষে উত্তেজিত স্টোকস!

আউট হওয়ার পরই জস বাটলার রেগে যান। তাসকিনের বলে আউট হওয়ার আগে পর্যন্ত তিনিই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মাঠেই তেড়েফুঁড়ে গিয়েছিলেন মাহমুদুল্লাহদের দিকে। ব্যাপারটা এখানেই শেষ হতে পারত। খেলা শেষেও একই কাণ্ড ঘটল! এবার তামিমের দিকে তেড়েফুঁড়ে যান বেন স্টোকস!
ম্যাচ শেষ। বাংলাদেশ ৩৪ রানে জয়ী। মাশরাফি তাঁর দল নিয়ে মাঠে লাইন করে দাঁড়িয়ে আছেন। ইংল্যান্ডের ক্রিকেটাররা আসবেন। করমর্দন করে মাঠ ছাড়বেন। মাশরাফি করমর্দন করে বেরিয়ে যেতেই ঘটল ঘটনাটা। মাশরাফির পরই তামিম। তামিমের সঙ্গে করমর্দনের সময় কী যেন বললেন স্টোকস। কেবল বলা নয়, রীতিমতো তেড়েফুঁড়ে গেলেন তামিমের দিকে। তামিম অবাক হয়ে দাঁড়িয়েছিলেন। বুঝতে পারছিলেন ব্যাপারটা। এগিয়ে আসতেই মাঝে চলে এলেন সাকিব। তামিমকে শান্ত থাকার নির্দেশ দিয়ে নিয়ে গেলেন প্যাভিলিয়নের দিকে।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শতক করেছিলেন স্টোকস। ১০১ রান করে মাশরাফির বলে আউট হন তিনি। আজকের ম্যাচে আবারো মাশরাফির বলে ধরাশায়ী হয়েছেন তিনি। শূন্য রানে স্টোকসকে বোল্ড করেন মাশরাফি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.