Header Ads

আউট হয়ে উত্তেজিত ইংল্যান্ড অধিনায়ক

দলীয় ২৬ রানে চার উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন চরম ব্যাটিং বিপর্যয়ে, তখনই প্রতিরোধ গড়ে তোলেন জস বাটলার। অন্য ব্যাটসম্যানরা যাখন আসা-যাওয়ায় ব্যস্ত, তিনি তখন এক পাশ আগলে রাখেন। দলের এই বিপর্যয়ে সময় খেলে ফেলেন ৫৭ রানের অসাধারণ একটি ইনিংস।
দারুণ এই ইনিংস খেলেও নিজের আউট নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি বাটলার। দ্বিতীয় ইনিংসের ২৮ তম ওভারের প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু আউট হয়ে ফেরার সময় বাটলার উত্তেজিত হয়ে পড়েন বাংলাদেশি ফিল্ডার মাহমুদউল্লাহর কোনো এক মন্তব্যে।
পেসার তাসকিন আহমেদের বলে আম্পায়ার শরফুদৌলা ইবনে সৈকত আবেদনে কোনো সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ  আবেদন করে। আবেদনে জয়ী হয়ে স্বাগতিক দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠেন।
টিভি রিপ্লেতে দেখা যায়, মাহমুদউল্লাহ উল্লসিত ভঙ্গিতে কিছু একটা বলছিলেন। তখনই বাটলার উত্তেজিত হয়ে পড়েন। পরে তাঁকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং আম্পায়াররা শান্ত করে সাজঘরে পাঠান।
এই ঘটনায় মাঠে খানিকটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইংল্যান্ড তখন সাত উইকেট হারিয়ে ১২৩।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.