Header Ads

১৭ কোটি মানুষের দোয়া থাকলে এমনই হয় : মুশফিক

১৭ কোটি মানুষের দোয়া থাকলে এমনই হয় : মুশফিক

বড় বাঁচা বেঁচে গেছেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কক্সবাজারের উখিয়ার রয়েল টিউলিপ হোটেলে সাকিবকে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহন করা হেলিকপ্টারটি। সে ঘটনায় নিহত হন বিজ্ঞাপন সংস্থার একজন লোক। অল্প সময়ের ব্যবধানে এ দুর্ঘটনায় হয়তো থাকতে পারতেন সাকিবও। তবে ১৭ কোটি মানুষের দোয়া রয়েছে বলেই বেঁচে গিয়েছেন সাকিব। নিজের ফেসবুক পেজে এমন মন্তব্যই করেছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

শুক্রবার সকাল ৭ টার দিকে মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি ঢাকা থেকে ছেড়ে আসে। এরপর সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজারের উখিয়ার রেজুখাল এলাকার সমুদ্র সৈকতে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। এতে একজন পাইলট ও চারজন আরোহী ছিলেন। তবে এ ঘটনায় নিহত হন শাহ আলম নামের বিজ্ঞাপন সংস্থার এক কর্মকর্তা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.