Header Ads

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা, দলে নতুন চমক

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা, দলে নতুন চমক

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের একাদশে সুযোগ হলো না পেসার রুবেল হোসেনের। তার জায়গায় নেওয়া হয়েছে বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলকে। ২০০৮ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলাছিলেন তিনি।
তিন বছর আগে দলে থাকলে মাঠে নামা হয়নি তার। সেক্ষেত্রে শনিবার মূল একাদশে থাকলে সাড়ে আট বছর পর জাতীয় দলে খেলা হবে মোশাররফের।
জাতীয় লীগের ১৮তম আসর চলছে। এখানে খেলতে বগুড়ায় ছিলেন বাঁহাতি এই স্পিনার। নির্বাচকদের ফোনে গত রাতেই ঢাকায় চলে আসেন। বৃহস্পতিবার জাতীয় দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি।
তাকে দলে নেওয়া প্রসঙ্গ এক নির্বাচক জাসালে, ‘আফগানিস্তানের ব্যাটসম্যানরা বাঁহাতি স্পিনে দুর্বল। সে কারণেই মোশাররফকে আনা। মূলত টিম কম্বিনেশনের কারণেই রুবেল বাদ পড়েছে।
তিন ম্যাচের ওযানডে সিরিজ ১-১ সমতা। তাইতো শনিবারের শেষ ম্যাচটি অলিখিত ফাইনাল।
২০১৩ সালে বিপিএল ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে প্রাথমিক ভাবে নিষিদ্ধ করা হয়েছিল মোশাররফকে। তদন্তে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না মেলায় সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছিলেন। এই মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে ব্যাটে বলে পারফর্ম করেছেন মোশাররফ। তবে জুনে বাজে আচরণের জন্য এক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন। আগস্টে আন্তর্জাতিক মৌসুমের শুরুতে প্রায় হঠাৎ করেই তাকে ৩০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়। তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোশাররফ হোসেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.