Header Ads

বিপিএল সাত দল হওয়ার কারন জানালো বিসিবি

বিপিএল সাত দল হওয়ার কারন জানালো বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরের পর প্রায় দুই বছর বিরতি দিয়ে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয় বিপিএলের তৃতীয় আসর। সেই আসরে ছিল ছয়টি দল। কিন্তু দ্বিতীয় আসরে ছিল সাতটি দল। এরপর নানা রকম অনিয়ম ও অভিযোগের কারণে প্রায় দুই বছর মাঠে গড়ায়নি বিপিএল। এদিকে বিপিএলের চতুর্থ আসর মাঠে গড়বে এই বছরের নভেম্বরে ৪ তারিখ থেকে। এবারের আসরের অংশ নিচ্ছে ৭ টি দল। তবে বিপিএলের পরপরেই টাইগারদের নিউ জিল্যান্ড সফর থাকায় চাইলেও দল পারাতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে বিপিএলের চতুর্থ আসর আয়োজনের নানা বিষয় নিয়ে কথা বলেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান আফজাল-উর-রহমান সিনহা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বিপিএলের চতুর্থ এই আসর থেকে শৃংখলাভঙ্গের দায়ে গত আসরের দল সিলেট সুপারস্টারসকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে নতুন দুই দল খুলনা ও রাজশাহী। বিপিএলের তৃতীয় আসরে না থাকলেও প্রথম দুই আসরে ছিলো এই দুই দল। এবারের আসরে জেমকন গ্রুপ খুলনার ও ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট রাজশাহীর প্রতিনিধিত্ব করবে। এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, “সিলেট সুপারস্টারসকে শৃঙ্খলাজনিত কারণে বাতিল করা হয়েছে। গত বিপিএলে একটা ঘটনায় তাদেরকে আমরা শোকজ করেছিলাম। এরপর তাদের কাছে আমরা টাকা পেতাম। পরবর্তীতে তাদের দেওয়া ব্যাংক গ্যারান্টি ভাঙ্গিয়ে টাকা উঠিয়ে নিয়েছি। আমাদের কোনো দলের কাছেই বকেয়া নেই। সবাই সবকিছু ক্লিয়ার করে দিয়েছে।”
তবে ইচ্ছে থাকলেও এবার আর দল বাড়াতে পারেনি বিসিবি। এবারের আসরে অংশ নিতে আগ্রহী ছিল আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দল ডাবল লিগ পদ্ধতিতে সব দলের সাথে দুইটি করে ম্যাচ খেলবে। দল বাড়ালে ম্যাচের সংখ্যা আরো বেড়ে যেত। বর্তমান পরিকল্পনা অনুযায়ী ৭ বা ৮ ডিসেম্বর বিপিএল সমাপ্ত হবার কথা রয়েছে। অন্যদিকে নিউ জিল্যান্ড সফরের পূর্বে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করতে ৯ ডিসেম্বর দেশ ছাড়ার কথা টাইগারদের। বিপিএলে বেশি দল হলে সেক্ষেত্রে শেষ হতে বেশি সময় লেগে যাবে, তাই আর দল না বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এ প্রসঙ্গে হায়দার মল্লিক সংবাদমাধ্যমকে বলেন,“আমাদের কাছে অনেক টিমই আগ্রহ দেখিয়েছে বিপিএলে টিম নেয়ার জন্য। আপনারা জানেন বাংলাদেশ টিম নিউ জিল্যান্ডে খেলতে যাবে। ওখানে যাওয়ার আগে আমাদের ক্যাম্প আছে অস্ট্রেলিয়ায়। এ জন্য সময় কম। তাই এ বছর সাতটা টিম নিয়েই আমরা বিপিএল করছি। আটটা টিম হলে ম্যাচ অনেক বেড়ে যেত।”
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের ইচ্ছেতেই নিউ জিল্যান্ড সিরিজের আ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.