Header Ads

বাংলাদেশের বোলিং লাইন আপ বিশ্বসেরা’

বাংলাদেশের বোলিং লাইন আপ বিশ্বসেরা’

আফগানিস্তান দলের বড় শক্তি দলের বোলিং আক্রমণ। সেটিকে সমীহও করছেন মাশরাফি বিন মুর্তজা। তবে নিজেদের বোলিং আক্রমণ নিয়েও দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। দলের সবার বিশ্বাস, বাংলাদেশের বোলিং লাইন আপই এখন বিশ্বসেরা।

আফগানদের বোলিং আক্রমণ বেশ বৈচিত্র্যময়। মিডিয়াম পেসার, স্লো মিডিয়াম পেসারদের সঙ্গে আছেন তিন জন লেগ স্পিনার, আছেন অফ স্পিনার, বাঁহাতি অর্থোডক্স স্পিনার। দলে বেশ কজন অলরাউন্ডার। বোলিং শক্তিমত্তার প্রমাণ শুক্রবার অনুশীলন ম্যাচেও রেখেছে আফগানরা। বিসিবি একাদশকে গুটিয়ে দিয়েছে ১৬৭ রানে।
ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে তুলনা উঠল দুই দলের বোলিং আক্রমণের। মাশরাফির কণ্ঠে ফুটে উঠল আফগানদের জন্য সম্মান আর নিজেদের সামর্থ্যের প্রতি দৃঢ় আস্থা।
“আফগানিস্তানের বোলিং আক্রমণ অবশ্যই খুব ভালো। আসলে তাদের পুরো দলটাকেই আমরা সম্মান করছি। অবশ্যই তারা ভালো দল। তবে ব্যাপার হচ্ছে, আমরা নিজেরা বিশ্বাস করি, আমাদের বিশ্বের সেরা বোলিং লাইন আপ এখন আমাদের। আমরা সবাই এটি বিশ্বাস করি।”
অধিনায়কের মতে, নিজেদের সামর্থ্যে এই বিশ্বাসই দলের মূল মন্ত্র।
“একটা আন্তর্জাতিক ম্যাচ যখন খেলতে নামব, তখন আমরা নিজেরা কি বিশ্বাস করি সেটা গুরুত্বপূর্ণ। নিজেদের বিশ্বাস, শক্তির জায়গা নিয়েই আমরা খেলতে নামব।” বিডিনিউজ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.