Header Ads

অাফগানস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভব্য দল

অাফগানস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভব্য দল।
অাবারো ব্যাস্ত হয়ে পড়ছে টাইগাররা। অনেক দিন হল কনো অান্তজাতীক ম্যাচ খেলা হয় নি টাইগারদের। টানা দশ মাস ওয়ানডে ক্রিকেটের বাইরে বাংলাদেশ। তাইতো ওয়ানডে খেলার জন্য মুখিয়ে অাছে ক্রিকেটাররা। অাগামী ২৫ সেপ্টেম্বর অাফগানস্তানের ববিপক্ষে দশ মাস পর ওয়ানডে ক্রিকেট খেলবে বাংলাদেশ।
অাফগানস্তান এবং ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে অাগেই প্রাথমিক দল ঘোষনা করেছিলো বিসিবি। অাজ অথবা অাগামীকাল চূড়ান্ত দল ঘোষনা করবে বিসবি। অাসুন দেখে নেই বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড কেমন হতে পারে।
ক্যাপ্টেন থাকছেন মাশরাফি বিন মুর্তজা, তার সাথে পেস বোলিংয়ে থাকবে রুবেল হোসেন, অাল অামিন। অার বোলিং অ্যকশান পরিক্ষার ফলাফল এখন ও না দেওয়ার কারনে এই সিরিজে না ও থাকতে পারে তাসকিন অাহমেদ তার পরিবর্তে দেখা যেতে পারে শফিউল অথবা শুভাশীষ রায় চৌধুরীকে। তবে চমক থাকতে পারে স্পিন বিভাগে সাকিবের সাথে থাকতে পারে অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মোশারফ হোসেন রুবেল।
ওপেনিংয়ে তামিমের সাথে থাকছে সৌম্য সরকার অার টপ ওয়াডারে
মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন এই তিন জনের মধ্যে থাকবে যে কনো দুইজন। দলের বাকিরা হলে মুসফিকুর রহিম, নাসির হোসেন এবং সাব্বির রহমান।
অাসুন দেখে নেই অাফগানস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভব্য দল।
তামিম ইকবাল
সৌম্য সরকার
মাহমুদউল্লাহ রিয়াদ
ইমরুল কায়েস / এনামুল হক বিজয়
সাকিব অাল হাসান
মুসফিকুর রহিম
সাব্বির রহমান
নাসির হোসেন
মেহেদী হাসান মিরাজ / মোসাদ্দেক হোসেন
মাশরাফি বিন মুর্তজা
রুবেল হোসেন
অাল অামিন হোসেন
শুভাশীষ রায় চৌধুরী / শফিউল ইসলাম
মোশারফ হোসেন রুবেল / তাইজুল ইসলাম

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.