বাংলাদেশে না অাসার কারনে বিপদে পড়বে মরগান এবং হেলস
স্বয়ং বোর্ড পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউসও নিশ্চয়তা দিতে পারছেন না ইয়ন মরগ্যান-অ্যালেক্স হেলসদেরকে। বাংলাদেশ সফর বাতিল করায় তেমন কোন ঝামেলা হবে না, কিন্তু জায়গা হারাতেও পারেন এই দুই ইংলিশ ক্রিকেটার। সবকিছু নির্ভর করছে বাংলাদেশ সিরিজের উপর।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা কমিটি বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে ‘সবুজ সংকেত’ দিলেও সন্দেহ যায়নি মরগ্যান-হেলসের। শেষপর্যন্ত সফরকে না বলে দিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মরগ্যান ও দলের অন্যতম সদস্য হেলস।
পুরো ব্যাপারটিই ভাবাচ্ছে বোর্ডকে। দুদিন আগেই অবশ্য নির্বাচকরা জানিয়েছিলেন, বাংলাদেশ সিরিজ শেষে ভারত সফরে থাকছেন মরগ্যান। সেখানে ওয়ানডে দলকে নেতৃত্বও দেবেন তিনি। একই সুর স্ট্রাউসের কন্ঠে। তারপরও ‘কিন্তু’ রয়েছে।
স্ট্রাউস বলেছেন, ‘বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ানোয় তারা (মরগ্যান-হেলস) ব্ল্যাক লিস্টে পড়ে যাচ্ছে এমনটা নয়। পরবর্তী দলের জন্য তাদেরকে রাখা হবে। কারণ, গেল একবছর ইংল্যান্ডের দলের হয়ে দারুণ সময় পার করছে তারা। বিশেষ করে মরগ্যানের অধিনায়কত্ব অসাধারণ।’
১০ ম্যাচের সাতটিতেই ইংল্যান্ডকে জয় এনে দিয়েছেন অধিনায়ক ইয়ন মরগ্যান। কিন্তু বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা ভোগাবে তাদেরকে, স্ট্রাউসের পরবর্তী বক্তব্যেই স্পষ্ট।
সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আমরা প্রতিশ্রুতি দিতে পারি না কারণ বাংলাদেশের মাটিতে পরিস্থিতির পরিবর্তন হতেই পারে। কেউ অবিশ্বাস্যরকম ভালো করে ফেললে তাদের জন্য ফেরাটা (মরগ্যান-হেলস) কঠিন হয়ে যেতে পারে সবকিছু। ’
বাংলাদেশ সফর নিয়ে শুরু থেকেই যুক্তি-পাল্টা যুক্তি চলে আসছিলো ইংল্যান্ড শিবিরে। কিন্তু শেষপর্যন্ত বাংলাদেশ সফরটি হচ্ছে, স্ট্রাউস চেয়েছিলেন সবাইকে সঙ্গে নিয়েই আসতে। সেটা হয়নি মরগ্যান-হেলসের কারণেই। এ নিয়ে বলতে গিয়ে হতাশা ঝরলো স্ট্রাউসের কন্ঠে।
তিনি বলেন, ‘ওরা দুজনেই পরিপক্ক। আমি আশা করেছিলাম,যেখানে সবাই বলে উঠবে ‘‘চলো এক সঙ্গে যাই’’। কিন্তু তেমনটি হয়নি। যেটা সত্যিই লজ্জার।’ প্রিয়
Post a Comment