Header Ads

ব্যাটিংয়ের সুযোগ থাকলে তিন ফরম্যাটে সবচেয়ে বেশি রান আমারই থাকত: সাকিব

ব্যাটিংয়ের সুযোগ থাকলে তিন ফরম্যাটে সবচেয়ে বেশি রান আমারই থাকত: সাকিব
বিদেশের ঘরোয়া আসরগুলোতে খেলার কারণে অনেক সময় সতীর্থদের সঙ্গে অনুশীলন শিবিরেও থাকা হয় না সাকিব আল হাসানের। অথচ দেশের হয়ে খেলতে নামলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সবাইকে মুগ্ধ করেন তিনি।
আসলে এটি কিভাবে সম্ভব? দীর্ঘদিন পর আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে ব্যাট হাতে ৪০ বলে ৪৮ রানের দ্রুতগতির ইনিংস খেলার পর বল হাতেও ম্যাচ ভাগ্য ঘোরানো এ অলরাউন্ডারের ব্যাখ্যা, ‘আসলে আমার কাছে মনে হয়, খেলার মধ্যে থাকাটাই সবচেয়ে বড় অনুশীলন। আপনি যতই ট্রেনিং করেন, যতই জিম করেন, ম্যাচ ফিটনেস অন্য রকম একটি ব্যাপার। ম্যাচের ভেতর থাকলে অনেক বেশি শেখা যায়। কারণ প্রত্যেক ম্যাচেই নতুন নতুন পরিস্থিতি পাবেন। ওই পরিস্থিতিগুলো যতই অনুশীলন করতে চান, ওই পর্যায়ে যাবে না।’
আর দীর্ঘদিন ম্যাচের মধ্যে না থাকাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিততে গিয়ে বাংলাদেশের নাভিশ্বাস উঠে যাওয়ার কারণ বলে মনে করেন সাকিব, ‘আজ আমাদের মধ্যে জড়তা ছিল। আশা করি, পরের ম্যাচ থেকে সেটা অনেক কমে যাবে। যতই অনুশীলন ম্যাচ খেলেন, আন্তর্জাতিক ম্যাচের মতো হবে না।’ তাই নিজেদের মধ্যে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেললেও এই ত্রুটি-বিচ্যুতিগুলো কাল ধরা পড়েছে, ‘প্রায় এক বছর পর আমরা ওয়ানডে খেললাম। কাজটা তাই কঠিন ছিল। সবার শরীরী ভাষায় তা বোঝাও গেছে। আজ আমাদের ফিল্ডিং ততটা ভালো হয়নি। ১০ মাস ওয়ানডে না খেলার প্রভাব এটা। কারণ মাঠে গিয়ে চাইলেও অনেক
সময় শরীর সাড়া দেয় না। আপনি যতই ফিটনেস ট্রেনিং করেন, ম্যাচ ফিটনেস একেবারেই অন্য রকম ব্যাপার।’
সেটির ঘাটতিতে একপর্যায়ে হারই দেখতে পাচ্ছিল বাংলাদেশ। হুমকি হয়ে ওঠা রহমত শাহ আর হাসমতউল্লাহ শহীদির ১৪৪ রানের তৃতীয় উইকেট পার্টনারশিপ ভাঙা ম্যাচসেরা সাকিব নিজের শেষ ওভারেও দিয়েছেন মাত্র ১ রান। যখন জেতার জন্য আফগানদের সামনে ৪ ওভারে ২৮ রানের সহজ সমীকরণই ছিল। সাকিব নিজেও এ দুটোকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন। এই ম্যাচে ২৬ রানে ২ উইকেট নিয়ে কোনো দেশের হয়ে তিন ফরম্যাটেই সর্বোচ্চ উইকেট নেওয়া একমাত্র বোলার বনে যাওয়ার রেকর্ড নিয়ে বলছিলেন, ‘তিন ফরম্যাটে সর্বোচ্চ রান স্কোরার হলে আরো ভালো লাগত। শেষ এক বছরে দল এত ভালো খেলেছে যে ব্যাটিংয়ের সুযোগ হচ্ছে না খুব একটা। সেটি না হলে হয়তো ব্যাটিংয়েও তিন ফরম্যাটে সবচেয়ে বেশি রান আমারই থাকত।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.