আবাহনীর হয়ে খেলতে ঢাকা এসেছেন ভারতের মারমুখি ব্যাটসম্যান ইউসুফ পাঠান
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে খেলতে গতকালই ঢাকা এসেছেন ভারতের মারমুখি ব্যাটসম্যান ইউসুফ পাঠান। বুধবার বিকেএসপিতে দলের প্রথম ম্যাচ খেললেন এ তারকা। আর প্রথম দিনেই স্বভাবসুলভ ব্যাট করে ঝড় তুললেন এ ভারতীয়।
এদিন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দেওয়া ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৬ রানে দুই ওপেনারকে হারায় আবাহনী। এরপর চার নম্বরে ব্যাট করতে নামেন পাঠান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি।
দলীয় ১৫২ রানে নাজমুল ইসলাম আপুর বলে আউট হন পাঠান। বাংলাদেশের সেরা ফিল্ডার সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন তিনি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন এ ড্যাশিং ব্যাটসম্যান। তার ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে সাজানো ছিল।
এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে সিসিএস। উল্লেখ্য, এবারের লিগে আবাহনীর হয়ে খেলা পঞ্চম ভারতীয় তিনি। এর আগে খেলে গেছেন উদয় কাউল, মানভেন্দর বিসলা, মনোজ তিওয়ারি ও রজত ভাটিয়া।
Post a Comment