Header Ads

ব্যাটিংয়ে ওয়ার্নার ঝড়ে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারায় অজিরা

প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে হারালেও ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। বোলারদের দাপটের পর ব্যাটিংয়ে ওয়ার্নার ঝড়ে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারায় অজিরা।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথমেই অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরলেও বোলিংয়ে মোটেও ধার কমেনি মিচেল স্টার্কের। শুরুতে ক্যারিবীয় দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার (৪) ও জনসন চার্লস (২২)কে ফিরিয়েছেন তিনিই।
প্রথমে পেস আর পরে স্পিন ঘূর্ণিতে হাবুডুবু খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। নাথান লায়ন ও অ্যাডাম জাম্পার তিনটি করে শিকারে ক্যারিবীয়দের ইনিংস শেষ হয় মাত্র ১১৬ রানে। স্বাগতিকদের ছয়জন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। অজিদের হয়ে বাকি উইকেটটি নিয়েছেন অলরাউন্ডার মিশেল মার্শ।
সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফ্রিঞ্চ। জেসন হোল্ডারের বলে এলবি হয়ে ফ্রিঞ্চ (১৯) ফিরলেও ৫৫ বলে সমান ৫৫ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন আইপিএলে দুরন্ত খেলে চ্যাম্পিয়ন হওয়া ওয়ার্নার। মাঝে ২৭ রান করে ওয়ার্নারকে সঙ্গ দিয়েছেন বাঁ হাতি ব্যাটসম্যান উসমান খাজা।
অধিনায়ক স্টিভ স্মিথ ও মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে দ্রুত ফেরাতে পারলেও ২৫ ওভারে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.