Header Ads

তাসকিনের উন্নতি দেখে বাংলাদেশের বোলিং কোচ সন্তুষ্ট


অবৈধ অ্যাকশনের কারণে আপাতত তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অধিকার নেই। তবে ঘরোয়া ক্রিকেটে খেলতে সমস্যা নেই তাসকিন আহমেদের। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন এই প্রতিভাবান পেসার। পাশাপাশি বোলিং অ্যাকশন শুধরে জাতীয় দলে ফেরার লড়াইও চালিয়ে যাচ্ছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ‘অবৈধ’ হয়ে দেশে ফিরে আসা তাসকিনের অ্যাকশনের উন্নতি দেখে বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক সন্তুষ্ট।
জিম্বাবুয়ের সাবেক পেসার স্ট্রিক অবশ্য এখন বাংলাদেশে নেই। আইপিএলে গুজরাট লায়ন্সের বোলিং কোচের দায়িত্ব পালন করতে তিনি এখন ভারতে। তবে ভারত থেকেই দলের অন্যতম সেরা পেসারের খোঁজ-খবর রাখছেন। সম্প্রতি আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচে তাসকিনের বোলিংয়ের ভিডিও পাঠানো হয়েছিল স্ট্রিকের কাছে, যা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের বোলিং কোচ।
লিগে খেলার ফাঁকেই পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন তাসকিন। তাঁর তত্ত্বাবধায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কোচ মাহবুব আলী জাকি। গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া পুনর্বাসন প্রক্রিয়ার ছয়টি সেশনে অংশ নিয়েছেন তাসকিন। ক্রিকেটের বিখ্যাত ওয়েবসাইট ক্রিকইনফোকে মাহবুব আলী জানিয়েছেন, ‘তাসকিনের অ্যাকশন শোধরাতে কিছুটা সময় লাগবে। এ ব্যাপারে নির্দিষ্ট সময় নির্ধারণ করা কঠিন। কারণ, এটা সব সময়ই ব্যক্তিবিশেষে ভিন্ন হয়ে থাকে। আমরা তার হাতের অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছি। কিছু কিছু ডেলিভারি দেওয়ার সময় তাসকিনের হাত কেঁপে যায়। ওর বোলিং অ্যাকশনের এ সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা।’
স্ট্রিক আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাকশন নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন তাসকিনকে। বোলিং কোচের সেই পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে বলে জানিয়েছেন মাহবুব আলী, ‘সেশন চলার সময় আমরা চার ফুট বাই নয় ফুট আয়না ব্যবহার করছি। অবশ্যই এটা অনেক সাহায্য করছে। কারণ, এর ফলে নিজের মুভমেন্ট দেখতে পাচ্ছে তাসকিন। আর কোন জায়গা নিয়ে দুশ্চিন্তা আছে, তা বুঝতে পারছে।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.