Header Ads

সুয়ারেজ অনন্য এক কীর্তি গড়েছেন

গত আট বছর যাবত ফুটবল সেমি-রোনালদোর মধ্যে সীমাবদ্ধ ছিল।যেখানে পাঁচ বার ব্যালন ডি’অর মেসি তিনবার রোনালদো। কিন্তু এবার সেখানে ভাগ বসাতে আসছেন বার্সার স্টাইকার লুইস সুয়ারেজ।ক্যারিয়ারে সোনালী সময় পার করছেন উরুগুয়ের  দুরন্ত এই ফুটবলার।দলকে জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি।এবার তো পরপর দুই ম্যাচে ৮ গোল দিয়ে গড়েছেন রেকর্ড। প্রায় প্রতিটি ম্যাচেই গোলের দেখা মিলছে তার। এমন অসাধারণ পারফরম্যান্সে প্রায় শেষ হয়ে আসা মৌসুমে তাকে ঘিরে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে, কে বেশি সেরা? অনেকেই তাকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও এগিয়ে রাখছেন।
যদি পরিসংখ্যান দেখা হয়, তাহলেই বিষয়টি পরিষ্কার হবে। এক সময়ের বিতর্কিত ফটুবলার হিসেবে বেশ পরিচিত এ উরুগুইয়ান স্ট্রাইকার। দল থেকে বাদও পড়েছেন নিজের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। সেই সুয়ার সঙ্গেই এখন মেসি-রোনালদোর তুলনা।এমনকি তাদের দুজনের সেরা লা লিগা পারফরম্যান্সের সঙ্গে!
গত বছরটিকে রোনালদোর লা লিগায় সেরা মৌসুম হিসেবে ধরা হয়। সেবার তিনি গোল করেছেন ৪৮টি। আর ১৬টি গোলে সহায়তা করেছেন। অন্যদিকে মেসির লা লিগায় সেরা মৌসুমটি হলো ২০১১-১২। ওই মৌসুমে তিনি গোল করেন ৫০টি এবং ১৬টি গোলে সহায়তা করেন। যার ফলে লা লিগার ইতিহাসে সর্বসেরা হয়ে রয়েছেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি।
আর এবার সুয়ারেজ তো ঘটালেন অন্য রকম এক কান্ড একজন ফুটবলার কখনোই গোল এবং সহায়তার ক্ষেত্রে শীর্ষে অবস্থান করতে পারেননি। এমনকি মেসি-রোনালদোও নয়। তবে এ কাজটিই করে দেখিয়েছেন সুয়ারেজ। চলতি মৌসুমে ৩৭টি গোল করে সে তালিকায় শীর্ষে রয়েছে সুয়ারেজ। দ্বিতীয় স্থানে রোনালদো (৩৩ গোল) এবং তৃতীয় স্থানে মেসি (২৬ গোল)। আর সহায়তার ক্ষেত্রে সুয়ারেজ এবং মেসি যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন (১৬ গোল)।
রোনালদো কখনোই সহায়তার শীর্ষস্থানে জায়গা করে নিতে পারেননি। তবে মেসি দুবার লা লিগায় গোলে সহায়তায় শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন। কিন্তু সে দুবারই রোনালদো সর্বোচ্চ গোলের খেতাবটি নিয়ে নেন। এ হিসেবে সুয়ারেজই অনন্য এক কীর্তি গড়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.