Header Ads

শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা

চলতি বছর বাংলাদেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। তবে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই। একই সময়ে শ্রীলঙ্কা দলেরও খেলা নেই।
তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য প্রস্তাব পাঠানো হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে। সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে।
এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, ‘আগামী বছর বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফর করবে। বিষয়টা এক প্রকার নিশ্চিত। এই সফরে বাংলাদেশ দল ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।’
এর আগে বাংলাদেশ দল সবশেষ ২০১২ সালে শ্রীলঙ্কা সফর করেছিল টাইগাররা। সেবার ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল টাইগাররা।
সেই সফরে দুটি টেস্টের একটি ড্র হয়েছিল। অপরটিতে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয়টি বাংলাদেশ জিতে নেয়। আর শেষটিতে হার মানে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে আশা জাগিয়েও হেরে যায় বাংলাদেশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.