Header Ads

ব্যাঙ্গালোরকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ


এলাম, দেখলাম, জয় করলাম- আইপিএলে মুস্তাফিজের গল্পটা যেন এরকমই। প্রথমবারের মতো ভারতের ঘরোয়া প্রিমিয়ার লিগে অংশ নিয়েই শিরোপা জয়ের স্বাদ পেয়ে গেলেন বাংলাদেশের এই তরুণ বাঁহাতি পেসার। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ। ১৮ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে মুস্তাফিজও ভালো অবদান রেখেছেন দলের এই দুর্দান্ত সাফল্যের পেছনে। ফাইনালেও তিনি নিয়েছেন শেন ওয়াটসনের গুরুত্বপূর্ণ উইকেট। ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০০ রানে থেমে গেছে ব্যাঙ্গালোরের ইনিংস।
শুরুটা অবশ্য দারুণভাবে করেছিলেন ব্যাঙ্গালোরের দুই ওপেনার ক্রিস গেইল ও বিরাট কোহলি। ৬৩ বলে ১১৪ রানের ঝড়ো জুটি গড়ে দলকে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন জয়ের পথে। পুরো টুর্নামেন্টে নিষ্প্রভ থাকার পর ফাইনালে দারুণভাবে জ্বলে উঠেছিলেন গেইল। একাদশ ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৩৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস। মেরেছেন চারটি চার ও আটটি ছয়। ১৩তম ওভারে কোহলি আউট হয়েছেন ৫৪ রান করে। প্রথম কোয়ালিফায়ারের জয়ের নায়ক এবি ডি ভিলিয়ার্সও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ৫ রান করে আউট হয়েছেন পরের ওভারেই। ব্যাঙ্গালোরের আরেক বিপদজনক ব্যাটসম্যান শেন ওয়াটসনকে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজ। ১৭তম ওভারে ওয়াটসনকে আউট করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ‘ফিজ’। শেষপর্যায়ে শচীন বেবির ১৮ রানের ইনিংসটি ব্যাঙ্গালোরের হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।
এর আগে ব্যাট হাতে বরাবরের মতো হায়দরাবাদকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। খেলেছেন ৩৮ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস। বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি যুবরাজ সিং। সাজঘরে ফিরেছেন ৩৮ রান করে। শেষপর্যায়ে বেন কাটিংয়ের ১৫ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ২০৮ রান জমা করেছিল হায়দরাবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.