বিসিবির আগ্রহে ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ ভীষণ অবাক
বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক এখন ভারতে। আইপিএলে গুজরাট লায়ন্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, আগামীতে বাংলাদেশ নয়, ভারতেই কাজ করতে আগ্রহী স্ট্রিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই নতুন বোলিং কোচের খোঁজে ব্যস্ত। বিসিবির আগ্রহের তালিকায় নিজের নাম দেখতে পেয়ে ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ ভীষণ অবাক।
স্ট্রিকের উত্তরসূরি হিসেবে প্রসাদ ছাড়াও শ্রীলঙ্কার চামিন্ডা ভাস ও চম্পকা রমানায়েকে আর পাকিস্তানের আকিব জাভেদের নাম বিবেচনা করছে বিসিবি। অন্যরা এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও প্রসাদ এ ব্যাপারে নিশ্চুপ থাকতে পারেননি।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ৩৩টি টেস্ট ও ১৬১টি ওয়ানডে খেলা প্রসাদ জানিয়েছেন, ‘খবরটা আমার কাছে ভীষণই বিস্ময়কর। আমি বাংলাদেশের কাজটার জন্য আবেদন করিনি। কারণ আমার সব সময়ের ইচ্ছা টিম ইন্ডিয়ার বোলারদের নিয়ে কাজ করা।’
বর্তমানে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা প্রসাদ ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার বোলিং কোচ ছিলেন। ২০০৬ সালে তাঁর কোচিংয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রানার্স-আপ হয়েছিল ভারত। স্বদেশেই যে কাজ করতে চান, তা আরো একবার জানিয়ে প্রসাদের মন্তব্য, ‘আমি জাতীয় দলের কোচ হিসেবেই নিজেকে বিবেচনা করতে ভালোবাসি। আমি সব সময়ই বলে থাকি, ভারতীয় দলে অবদান রাখাই আমার আকাঙ্ক্ষা।’
Post a Comment