বেন কাটিং এর এক বলে ১২ রান
সানরাইজার্স হায়দারাবাদের ইনিংসের শেষ ওভারের খেলা চলছিল তখন। ব্যাট করছেন বেন কাটিং আর বল করছেন আরেক অস্ট্রেলিয়ান শেস ওয়াটসন। প্রথম বলেই বাউন্ডারি মারলেন কাটিং। পরের বলে ওয়াটসন দিলেন ফুলটস। আর তাতে ছক্কা মেরে দিলেন কাটিং। এত বড় ছক্কা যে, সোজা মাঠের বাইরে চলে গেলো সেটি।
নিঃসন্দেহে এবারের আইপিএলের সেরা শট। সেরা ছক্কা। দুরত্বের হিসেবে ১১৭ মিটার। এর আগে এতবড় ছক্কা এখনও পর্যন্ত কেউ মারতে পারেনি। সর্বোচ্চ ১০০ মিটার কিংবা তার একটু বেশি দুরত্বের ছক্কা মেরেছিলেন ব্যাটসম্যানরা।
বেন কাটিং যখন ছক্কাটা মারলন, তখনই স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার বলে উঠলেন, ‘এটা তো ছক্কা নয়। এটা ১২।’ এতবড় ছক্কা দেখার পর যে কেউ এমন স্বতোক্তি করতে বাধ্য হবেন। বেন কাটিং অবশ্য শেষ পর্যন্ত ১৫ বলে ছক্কা মারেন চারটি। শেন ওয়াটসনকে এক ওভারেই মারেন তিনটি। শেষ ওভার থেকে নেন ২৪ রান। ১৫ বলে তিনি করেন ৩৯ রান। আর ৪ ওভার বল করে ওয়াটসন দেন ৬১ রান।
Post a Comment