Header Ads

সানরাইজার্স হায়দরাবাদকে নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখিয়েছেন ‘দ্য ফিজ’

SunRisers Hyderabad

আইপিএল নাইনের সময় প্রায় শেষ। আজ শুক্রবারের দ্বিতীয় কোয়ালিইফাইং ম্যাচের পর বাকি শুধু ফাইনাল। এবারের আইপিএলে উঠে এসেছে অনেক নতুন মুখ। তাক লাগিয়ে দিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়। যাদের মধ্যে অবশ্যই অন্যতম বাংলাদেশের তরুণ সেনসেশন মুস্তাফিজুর রহমান ওরফে 'দ্য ফিজ'।

সানরাইজার্স হায়দরাবাদকে নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখিয়েছেন ‘দ্য ফিজ’। টিমে তার গুরুত্ব এতটাই যে, একমাত্র বাংলায় স্বচ্ছন্দ মুস্তাফিজুরের সঙ্গে যোগাযোগ উন্নত করতে দোভাষী পর্যন্ত নিয়োগ করেছে তার।
পুরো টুর্নামেন্টে দুরন্ত বোলিং করে ১৬ উইকেট সংগ্রহ করলেও সেরা বোলারের পার্পল ক্যাপের প্রকৃত দাবিদার আসলে তিনি। ভাবছেন কীভাবে?

আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীদের যে তালিকা করা হয়েছে সেখানে ১৬ উইকেট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজ। এক নম্বরে থাকা মুস্তাফিজের সতীর্থ ভুবনেশ্বর কুমারের ঝুঁলিতে আছে ২১ উইকেট। সামনে এখনও একটি ম্যাচ আছে মুস্তাফিজের। কোয়ালিফাইয়ার ম্যাচে জিতলে ফাইনালসহ দুটি ম্যাচ। তাই র্শীর্ষে না যেতে পারলেও কাছাকাছি যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কাটার মাস্টারের। প্রতিটি ম্যাচে 'ডেড ওভারে' তিনি বল করেছেন, সেসময় তার ওভারগুলিতে আইপিএলের সব ব্যাটসম্যানরা খেলেছেন অতিরিক্ত সতর্কতায়। তার বলে বেশকিছু 'গ্যাপ ক্যাচ শট' ব্যাটসম্যানদের স্থায়ীত্ব বাড়িয়েছে। এসব বিষয় বিবেচনা করে 'কাটার মাষ্টার'কে পার্পল ক্যাপের প্রকৃত দাবিদার বললে খুব একটা ভুল হবে না। 
Mustafizur Rahman

পার্পল ক্যাপ থেকে বেশ দূরে থাকলেও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান এক দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন।২১ উইকেট নিয়ে শীর্ষে থাকা ভুবনেশ্বরের ইকোনোমিক রেট যেখানে ৭ দশমিক ৬২ সেখানে মুস্তাফিজের ৬ দশমিক ৭১ শতাংশ। শুধু তাই নয়, উইকেটের সঙ্গে ইকনমি রেটে সেরা ১৫ এর মধ্যে মুম্তাফিজের ধারে কাছে নেই অন্য কোন বোলার।

এখানে একটি বিষয় সবার নজরে আসছে যে, মুস্তাফিজকে সমীহ করে খেলছেন আইপিএলের বাঘা বাঘা সব ব্যাটসম্যানরা। ফলে অন্যদের ওভারে দ্রুত রান তুলতে গিয়ে তারা আউট হয়ে ফিরছেন। এছাড়া কঠিন সময়গুলো তার হাতে বল তুলে দিয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এতে করে উইকেট বঞ্চিত হন মুস্তফিজ। আবার প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টির ফায়দা নেয় অন্য বোলাররা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.