Header Ads

কোউল্টার-নাইলের দুর্দান্ত এক বাউন্সারে প্রাণ হারাতে বসেছিলেন ক্রিকেটার জর্জ বেইলি

ক্রিকেট মাঠে মারাত্মকভাবে আহত হওয়ার আরো একটি ঘটনা ঘটতে পারত মঙ্গলবার রাইজিং পুনে সুপারজায়ান্টস ও দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচে। অস্ট্রেলিয়ান পেসারনাথান কোউল্টার-নাইলের দুর্দান্ত এক বাউন্সারে প্রাণ হারাতে বসেছিলেন আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জর্জ বেইলি। তবে হেলমেট থাকার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে জয়ের জন্য ১২২ রানের লক্ষ্যে ব্যাট করছিল পুনে সুপারজায়ান্টস। ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে এসেছিলেন কোউল্টার-নাইল। ওভারের শেষ বলটি পুল করতে গিয়েছিলেন বেইলি। কিন্তু ব্যাট-বলের সংযোগ ঘটাতে পারেননি ঠিকমতো। বলটি ব্যাটের ওপরের অংশে লেগে সজোরে আঘাত হেনেছিল বেইলির হেলমেটে। সঙ্গে সঙ্গে মাথা থেকে উড়ে গিয়েছিল হেলমেটটি। মাথায় হেলমেট না থাকলে যে বেইলি ভয়াবহ আহত হতেন, তা নিশ্চিতভাবেই বলা যায়।
২০১৪ সালের নভেম্বরে ক্রিকেট মাঠে বলের আঘাতে প্রাণ হারিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজ। গত মাসে কাউন্টি ক্রিকেটে হেলমেটের কারণে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিলেন ইংলিশ ক্রিকেটার ক্রিস ন্যাশ। ব্যাটসম্যানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন ধরনের হেলমেট নিয়ে এসেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেটা মাথায় দিয়ে ব্যাট করতে নামাটা বাধ্যতামূলক বলেও ঘোষণা করেছে তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.