Header Ads

দ্য ফিজকে দেরি করে দলে পেলেও খুশি সাসেক্স


আইপিএল শেষ করেই মুস্তাফিজুর রহমানের যাওয়া কথা ইংলিশ কাউন্টি খেলতে। তাকে পেতে মরিয়া তার দল সাসেক্স। কিন্তু ঘরের মাঠের টানা সিরিজে ও টি২০ বিশ্বকাপের পর আইপিএলের লম্বা সূচিতে ক্লান্ত শুরুতেই দলে যোগ দিতে পারবেন কিনা সেটা অনিশ্চিত। তবে মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে হলেও টি২০ ও ওয়ানডে স্কোয়াডে চাইছে সাসেক্স। দ্য ফিজকে দেরি করে দলে পেলেও খুশি তারা।
মুস্তাফিজকে ১০ জুন থেকে পেতে আগ্রহী সাসেক্স। এর আগে দুটি ম্যাচ খেলবে তারা। সে ম্যাচগুলোতে মুস্তাফিজ না থাকলেও তৃতীয় ম্যাচ থেকে তাকে দলে দেখতে চাচ্ছেন সাসেক্সের অধিনায়ক লুক রাইট।
সংবাদ মাধ্যমকে রাইট বলেছেন, মুস্তাফিজ নিশ্চিতভাবেই সাসেক্সে খেলতে আসছে। তবে আমরা এখনো নিশ্চিত নই সে আমাদের হয়ে কতগুলো ম্যাচ খেলতে পারবে। আমাদেরকে বুঝতে হবে সে এখনও বয়সে তরুণ।
তিনি আরো বলেন, সে নিজের দেশে ছেড়ে অনেক দিন ধরে বাইরে অবস্থান করছে। স্বল্প সময়ে অনেক ম্যাচ খেলেছে মুস্তাফিজ। এজন্য আমরা তাকে বিশ্রাম দিতে চাচ্ছি যেন সে ফিট থেকে আমাদেরকে তার সেরাটা দিতে পারে।
মুস্তাফিজকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে সাসেক্স অধিনায়ক বলেন, সে প্রথম দুটি ম্যাচ মিস করছে সেটা এখনই বলে দিতে পারছি। আমরা চাচ্ছি তৃতীয় ম্যাচে সে আমাদের হয়ে খেলুক। দারুণ ফর্মে আছে। আমাদের প্রত্যাশা সে অনেকগুলো ম্যাচ আমাদের হয়ে খেলবে।
ব্যক্তিগতভাবে মুস্তাফিজ নিজেও কাউন্টিতে খেলতে চাইছেন। কিন্তু দীর্ঘমেয়াদের কথা চিন্তা করে বিশ্রামও চাইছেন তিনি। সাসেক্সে খেলার সিদ্ধান্ত মুস্তাফিজের ব্যক্তিগত সিদ্ধান্ত এমনটি বহু আগেই জানিয়েছেন বিসিবি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.