Header Ads

চোট অতোটা বেশি না ফাইনালে মুস্তাফিজকে একাদশে দেখা যেতেও পারে



আইপিএলে এর আগে টানা ১৫ ম্যাচে খেলেছেন হালের এই বোলিং বিস্ময়। ১৬ উইকেট নিয়ে শীর্ষ দশ বোলারের তালিকায় ছয় নম্বরে আছেন মুস্তাফিজ। শুধু তাই নয়, আইপিএলের সর্বোচ্চ ১০ ম্যাচ খেলা বোলারদের মধ্যে তাঁর ইকোনমি সবচেয়ে কম, ৬.৭৩।

আইপিএল ফাইনালে খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সামান্য চোটের কারণে শুক্রবার তিনি গুজরাটের সঙ্গে কোয়ালিফায়ার খেলতে পারেননি। তবে চোট অতোটা বেশি না হওয়ায় নতুন কোন সমস্যা না হলে রোববার তার ফাইনাল খেলা নিশ্চিত।

মুস্তাফিজের ভক্তদের জন্য সুখবর, তাঁর এই চোট খুব একটা গুরুতর নয়। তাই আগামীকাল ফাইনালে মুস্তাফিজকে একাদশে দেখা যেতেও পারে।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম হায়দারাবদের ফিজিওর সঙ্গে কথা বলেছেন মুস্তাফিজের চোট নিয়ে। তিনি বলেন, ‘আমি যতটুকু জানি মুস্তাফিজের এই চোট খুব একটা গুরুতর নয়। মূলত তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি হায়দরাবাদ। অবস্থার উন্নতি হলে আগামীকাল ফাইনালে মুস্তাফিজকে একাদশে দেখা যেতেও পারে। আমার বিশ্বাস তাঁর খেলার সম্ভাবনা প্রবল।’ 
গতকাল শুক্রবার মুস্তাফিজকে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে। তাঁর অনুপস্থিতে হায়দরাবাদ জিতেছে সত্য, কিন্তু অভাব ভালোভাবেই টের পেয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.