Header Ads

মুস্তাফিজ আইপিএেল বোলিং পারফরম্যান্সের স্মৃতি ফেলে এলেও, সাথে নিয়ে আসবেন ইনজুরি

খুব বেশি হলে আর দিন দশেক। এরপরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিশন শেষ করে দেশের বিমানে উঠবেন মুস্তাফিজুর রহমান; বাংলাদেশের পেস বোলিং সেনসেশন। পেছনে কাটার মাস্টার দারুণ কিছু বোলিং পারফরম্যান্সের স্মৃতি ফেলে এলেও, সাথে নিয়ে আসবেন ইনজুরি।
আইপিএল খেলতে গিয়েই পায়ে সামান্য চোঁট পেয়েছেন মুস্তাফিজ। আর সাথে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার কারণে কাজ করছে ‘হোম সিকনেস’। সেকারণেই, গত কয়েকদিন যাবৎ নিষ্প্রভ বাঁ-হাতি এই পেসার। যদিও, ইনজুরির সমস্যাটা খুব জটিল কোনো কিছু হবে না বলেই জানা গেল।
ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘হ্যা, ওর মাইনর একটা ইনজুরি হয়েছে। আমার বিশ্বাস সেটা অল্প কয়েকদিনের মধ্যেই সেরে উঠবে। এর বাইরে ওর মধ্যে মানসিক অবসাদ কাজ করছে।’
কদিন আগে দেয়া এক সাক্ষাৎকারে কোচ চান্দিকা হাতুরুসিংহে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে মুস্তাফিজের সাসেক্সের হয়ে কাউন্টি খেলার উচিৎ বলে মত দিয়েছিলেন। তবে, এই মুহূর্তে মুস্তাফিজের অবস্থা বিবেচনা করে সেটা আদৌ কতটা সম্ভব সেটা নিয়ে প্রশ্ন থাকছেই।

সুজনও চান মুস্তাফিজ কাউন্টিতে খেলুক। বললেন, ‘আমি অবশ্যই চাই মুস্তাফিজ ইংল্যান্ডে খেলতে যাক। এটা ওর ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।’
এদিকে প্রধান নির্বাচক ফারুক আহমেদ সুর মেলালেন খালেদ মাহমুদের সাথে। ডেইলি স্টারকে তিনি বলেন, ‘ইংলিশ কন্ডিশনের আলাদা একটা বিশেষত্ব আছে। এটা মুস্তাফিজের ক্যারিয়ারে বাড়তি ভ্যালু অ্যাড করবে। ইংল্যান্ডে এক মৌসুম খেলা অন্য জায়গায় চার মৌসুম খেলার সমান। আমি জানি না, মুস্তাফিজের নিজের কি ইচ্ছা, তবে আমরা ওর মানসিক অবসাদ আর ফিটনেসের ব্যাপারটাকেও মাথায় রাখতে হবে। বোর্ড সভাপতি (নাজমুল হাসান পাপন) অবশ্য ওর দেখভালের কোনো কমতি করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন।’
সাসেক্সের হয়ে খেলবে মুস্তাফিজ পাবেন ৩০ হাজার পাউন্ড। তবে, এই মুহূর্তে মুস্তাফিজের কাছে এর সবই অর্থহীন। কোনো মতে আইপিএল শেষ করে সাতক্ষীরায় ফিরে যেতে পারলেই বেঁচে যান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.