একটি মোটর সাইকেল আর বাবা-মার জন্য একটি মাইক্রোবাস কিনবো-কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) থেকে দেশে ফিরে দুটি গাড়ি কিনবেন সাতক্ষীরার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। একটি মাইক্রোবাস কিনবেন পরিবারের জন্য। আর নিজের জন্য কিনবেন একটি মোটরসাইকেল।
আইপিএল চলাকালীন সময়ে ভারতের মিড-ডে নামের একটি নিউজ পোর্টালের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে মুস্তাফিজ চুক্তিবদ্ধ হন এক কোটি ৭৫ লাখ রুপিতে। এখানেই থাকছে না মুস্তাফিজের প্রাপ্তি। দল শিরোপা জেতায় বোনাস পাবেন হায়দারাবাদের সবাই। এছাড়া সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়ায় ১০ লক্ষ রুপি পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
জাতীয় দলে খেলতে এসে পাওয়া প্রথম পুরস্কারের টাকা দিয়ে কী করেছিলেন? এই প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, প্রথম ম্যাচ ছিল টি-টোয়েন্টি। বাড়িতে সবাইকে নিয়ে একটা গেট-টুগেদার করেছিলাম। আইপিএলের পর বাড়ি ফিরে নিজের জন্য একটি মোটর সাইকেল আর বাবা-মার জন্য একটি মাইক্রোবাস কিনবো।
Post a Comment