এক ওভারে ছয় ছক্কাই শুধু মারেননি ফিলিপস, দ্বিশতকও করেছেন
গ্লেন ফিলিপসের কথা হয়তো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে নেই। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। তবে তেমন কিছু করতে পারেননি। সেই ফিলিপসেরই এক কীর্তি সাড়া ফেলে দিয়েছে ইংল্যান্ডে। এক ওভারে ছয়টি ছক্কা মেরেছেন তিনি।
গত রোববার ফিলিপস কীর্তিটা গড়েছেন ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির হয়ে। সেদিন এমসিসির প্রতিপক্ষ ছিল ডিউক অব নরফোক একাদশ। ঐতিহ্যবাহী আরুন্ডেল ক্রিকেট মাঠে এক ওভারে ছয় ছক্কাই শুধু মারেননি ফিলিপস, দ্বিশতকও করেছেন। মাত্র ১২৩ বলে ২০১ রান করে অপরাজিত ছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় বড় হলেও ফিলিপসের বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। অকল্যান্ডের এই তরুণ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১৮০ রান করেছিলেন। স্কটল্যান্ডের বিপক্ষে ৪০ বলে ৮৯ রানে বিধ্বংসী ইনিংসটি ছিল বিশ্বকাপে তাঁর সেরা ইনিংস। ওই ম্যাচে ছয়টি ছক্কা মেরেছিলেন। এবার এক ওভারেই ছয়টি ছক্কা মেরে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন ১৯ বছর বয়সী ফিলিপস।
আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার কীর্তি মাত্র দুটি। দুটোই হয়েছিল ২০০৭ সালে। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের ডান ফন বুঙ্গেকে টানা ছয়বার সীমানার ওপারে আছড়ে ফেলেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। সে বছরই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে একই লজ্জায় ফেলেছিলেন ভারতের যুবরাজ সিং।
প্রথম শ্রেণির ক্রিকেটেও এমন অসাধারণ কীর্তি দুবার হয়েছে। প্রথমটির নির্মাতা সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। ১৯৬৮ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ম্যালকম ন্যাশের এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন এই ক্যারিবীয় কিংবদন্তি। ১৯৮৫ সালে ভারতের রঞ্জি ট্রফিতে বরোদার স্পিনার তিলক রাজের বলে একই কীর্তি গড়েছিলেন সেই সময়ের বোম্বের হয়ে খেলা রবি শাস্ত্রী।
Post a Comment