Header Ads

আইপিএল নাইন এখন পর্দা নামার অপেক্ষায় বোলিং-ব্যাটিংয়ে ব্যালেন্সের কারণে এবারের ফাইনালটা জমজমাট হবে


আগের আট আসরে দুইবার করে শিরোপা জিতেছে দুটি করে দল। বাকি দুইবার ভিন্ন দুটি দল শিরোপা জিতেছে। নবম শিরোপার লড়াই হবে দুটি নতুন দলের মধ্যে। কার ঘরে এই আসরের শিরোপা উঠে সেটা দেখার জন্যই এখন অপেক্ষা।
লিগ পর্ব শেষ। হয়ে গেছে কোয়ালিফায়ার এন্ড এলিমিনেটর ম্যাচও। আইপিএল নাইন এখন পর্দা নামার অপেক্ষায়। যার শেষ দুয়ারে দাঁড়িয়ে দুই ফাইনালিস্ট-- বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরারবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দুটি দলই আজ প্রথমবারের মতো সর্বোচ্চ স্বপ্নছোঁয়ার অপেক্ষায়।
এর আগের আটটি ফাইনালে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। যার আনন্দ উপভোগ করেছে ক্রিকেট সমর্থকরা। বোলিং-ব্যাটিংয়ে ব্যালেন্সের কারণে এবারের ফাইনালটা জমজমাট হবে বলেই ধারণা করা হচ্ছে।
এবার দেখে নেওয়া যাক আগের আটটি ফাইনালের সালতামামি
১. আইপিএলের প্রথম মেগা ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তখনকার চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস (দুর্নীতির জন্য দুটি দলই নিষিদ্ধ)। সেমিফাইনালে দিল্লি ডেয়ার ডেভিলসকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করে শেন ওয়ার্নের রাজস্থান। আর প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবকে বিদায় করে শেষ ধাপে পা রাখে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। মেগা আসরের প্রথম শিরোপা অবশ্য উঁচিয়ে ধরেছিলেন অজি সুপারস্টার শেন ওয়ার্ন।
২. দ্বিতীয় আসরের ফাইনাল খেলেছিল বর্তমানে নাম বদলে সানরাইজার্স হায়দরাবাদ হওয়া ডেকান চার্জার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ভারতের জাতীয় নির্বাচনের কারণে দ্বিতীয় আসরটি হয়েছিল সাউথ আফ্রিকায়। সেইবারও ট্রফি উঠেছিল এক অস্ট্রেলিয়ানের হাতে। ডেকানকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।
৩. এক মৌসুম পরে আবারও ফাইনালে উঠে ধোনির চেন্নাই। এই ফাইনালে ধোনির প্রতিপক্ষ ছিল ব্যাটিং লিজেন্ড শচিন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলা মুম্বাইকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা হাতে নেন ধোনি।
৪. তৃতীয় আসরে শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে চতুর্থ আসরে। এবার তাদের প্রতিপক্ষ ছিল দ্বিতীয় আসরের ফাইনালিস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিন্তু দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেও ব্যর্থ হয় আরসিবি। হট ফেবারিটদের হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ধোনির চেন্নাই। আইপিএলে এখনো পর্যন্ত চেন্নাই একমাত্র দল যারা টানা দুইবার শিরোপা ঘরে ‍তুলেছে।
৫. আইপিএলের পঞ্চম আসরটি ছিল কলকাতা নাইট রাইডার্সের। গ্রুপপর্বে ১৪ ম্যাচের ১০টিসহ কোয়ালিফাইং ম্যাচ জিতে সরাসরি ফাইনালে উঠেছিল বলিউড বাদশাহ’র দল। শিরোপা নির্ধারণী ম্যাচে নাইটদের প্রতিপক্ষ ছিল তৃতীয়বারের মতো ফাইনালে উঠা ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের করা ১৯০ রানের স্কোর তাড়া করে সেদিন শিরোপা জিতেছিল কলকাতা।
৬. ষষ্ঠ আসরের ফাইনালে উঠেছিল টুর্নামেন্টের দুই হট ফেবারিট মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। লিগ পর্বের মতো ফাইনালেও মুম্বাইয়ের সামনে দাঁড়াতে পারেনি ধোনিরা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় মুম্বাই।
৭. পঞ্চম আসরের মতো আইপিএলের সপ্তম আসরটিও ছিল কলকাতার। টুর্নামেন্টজুড়ে মিশ্র অবস্থার মধ্যে দিয়ে যাওয়া কেকেআর শেষ পর্যন্ত শিরোপাই জিতে নিয়েছিল। দারুণ ফর্মে থাকা এবং প্রথমবারের মতো ফাইনালে উঠা কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে নাইটরা।
৮. অষ্টম আসরেও ফাইনালে উঠেছিল চেন্নাই সুপার কিংস। এই নামে এটিই তাদের শেষ ফাইনাল। আট আসরের চারটিতেই ফাইনালে উঠার গৌরব অর্জন করেছিল ধোনির দল। ওইবার তাদের প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম কোয়ালিফাইং ম্যাচে ২৫ রানে হারানোর পর ফাইনালেও চেন্নাইকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে মুম্বাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.