বিশ্বের সেরা একজন অলরাউন্ডারে সাথে এমন বিমাতাসুলভ আচরণ করে আসছেন গম্ভীর
আইপিএলের চলতি আসরে উভয় দলের পয়েন্ট (১৪) সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট তালিকার তৃতীয়স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফ নিশ্চিতের মহাগুরুত্বপূর্ন ম্যাচে সাকিবকে দিয়ে একটি ওভার না কারানোয় এবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ম্যাচে যাদের প্রতি আস্থা রেখেছেন তারা দিয়েছেন ওভার প্রতি ১১ করে রান। সাকিবের প্রতি গম্ভীরের কেন এই অ্যালার্জি?
২০১১ সালে আইপিএলে অভিষেকের পর থেকেই এক ম্যাচে খেলানো হয় তো দুই ম্যাচে বসিয়ে রাখা হয়। অথচ প্রতিভা আর সামর্থ্য সাকিবকে আরও ভালো কিছু দেয়ার কথাই বলে।
বিশ্বের সেরা একজন অলরাউন্ডারে সাথে এমন বিমাতাসুলভ আচরণ করে আসছেন গম্ভীর। গত ৪ মৌসুম ধরেই। কলকাতা না হয়ে অন্য কোন দলের হয়ে খেললে েএর চেয়ে অারও অনে ভালো করতে পারতেন সাকিব। এমনটাই বিশ্বাস ১৬ কোটি টাইগার সমর্থকদের।
Post a Comment